বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

কুমিল্লায় স্ত্রীর সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় স্ত্রীর সামনে জিল্লুর রহমান গোলাম জিলানী নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে নগরীর চৌয়ারা পুরাতন সড়কে এ ঘটনা ঘটে।

জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রাম থেকে স্ত্রীকে তারাপাইয়া স্কুলে পৌঁছে দিতে তিনি যাত্রা করেন। চৌয়ারা পুরাতন সড়কে অস্ত্রধারী মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা কুপিয়ে তাকে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিলানীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবলীগ নেতা জিলানী। গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন তিনি।

সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, যুবলীগ নেতা জিলানী হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img