অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর আসন্ন শীর্ষ সম্মেলন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
আগামী ২২ ও ২৩ মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।
৪৮তম শীর্ষ এই সম্মেলনে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।
ওআইসি এক বিবৃতিতে বলেছে, এই অধিবেশনে ফিলিস্তিন এবং আল-কুদস ইস্যু সহ ইসলামি বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হবে।
বিবৃতিতে আরো জানানো হয়, সম্মেলনে আফগানিস্তানের উন্নয়ন এবং জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
ওআইসি পররাষ্ট্রমন্ত্রীরা সম্মেলনে সময় ইয়েমেন, লিবিয়া, সুদান, সোমালিয়া, সিরিয়া এবং অন্যান্য অঞ্চলের উন্নয়ন নিয়েও আলোচনা করবেন।
সূত্র : ইয়ানি সাফাক