সোমবার, মে ১৯, ২০২৫

আফগানিস্তানে বোমার আঘাতে আমেরিকার জন্য কর্মরত সাংবাদিক নিহত

spot_imgspot_img

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক বোমা বিস্ফোরণে রেডিও ফ্রি ইউরোপ /রেডিও লিবার্টির আফগান বিভাগ, রেডিও আজাদির জন্য কর্মরত একজন সংবাদদাতা নিহত হয়েছেন। এই বিস্ফোরণের দায় তাত্ক্ষণিক ভাবে কেউ স্বীকার করেনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হেলমান্দ প্রদেশের দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে তিনি নিহত হন।

মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন যে নিহত এই সংবাদদাতা ইলিয়াস দায়ী এবং তার ভাই ঐ প্রদেশের রাজধানী লাশকারগাহ’এর প্রেস ক্লাবে যাবার সময়ে তাদের গাড়ির ওপর চৌম্বক শক্তি সম্পন্ন একটি প্রচন্ড শক্তিশালী বোমা আঘাত হানে। এই বিস্ফোরণে তার ভাই, যিনি নিজেও একজন সাংবাদিক ‌আহত হন ।

ইলিয়াস দায়ী এক দশকের ও বেশি সময় ধরে আমেরিকার সরকারের বহির্দেশীয় সম্প্রচার রেডিও ফ্রি ইউরোপ / রেডিও লিবার্টির জন্য হেলমান্দ থেকে প্রতিবেদন পাঠিয়ে আসছিলেন।

মার্কিন মদদপুষ্ট আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দায়ীর এই হত্যাকে আফগানিস্তানের শত্রুদের কাজ বলে নিন্দা করেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img