শুক্রবার, মে ৯, ২০২৫

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হত্যা করে ক্ষমতা দখলের চেষ্টা

spot_imgspot_img

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে হত্যা করে ক্ষমতা দখলের একটি চেষ্টা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস (এনএসএস)।

এ ঘটনায় রিপাবলিকান পার্টির সংসদীয় শাখা ভাহরাম বাগদাসারায়নের সাবেক প্রধান আর্তুর ভনেটসায়ানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এনএসএসের সাবেক প্রধান। এছাড়া যুদ্ধ স্বেচ্ছাসেবী অশোট মিনাসায়ানকেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার এক বিবৃতিতে এনএসএস বলেছে, সন্দেহভাজনরা প্রধানমন্ত্রীকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলের পরিকল্পনা করছিল। এমনকি তার জায়গায় দায়িত্ব দিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়েও ইতোমধ্যে আলোচনা হয়েছে।

যুদ্ধে নিশ্চিত পরাজয় এড়াতে গত সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে শান্তিচুক্তি করেন পাশিনিয়ান। চুক্তি অনুযায়ী প্রায় ৩০ বছর আর্মেনিয়ার দখলে থাকা বেশকিছু আজেরি ভূখণ্ড ছাড়তে হচ্ছে।

এরপর থেকে পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে আর্মেনিয়ায় বিক্ষোভ হচ্ছে। পরাজয়ের দায় স্বীকার করলেও পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, আরও ভূখণ্ড হাতছাড়া হওয়া ঠেকাতে চুক্তি না করে তার অন্য কোনো উপায় ছিল না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img