ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের নুতন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় গত ১১ এপ্রিল শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়ে টুইট করেন নরেন্দ্র মোদি। পরদিন ১২ এপ্রিল নিজের ওয়ালে ওই টুইট শেয়ার করে শাহবাজ লিখেছেন, অভিনন্দনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায় পাকিস্তান। কাশ্মিরসহ অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য।











