মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

হাইআতুল উলয়ার পরীক্ষার ফলাফল ঘোষণা; মেধাতালিকায় শীর্ষে জামিয়া পটিয়া মাদরাসা

spot_imgspot_img

ইনসাফ | মাহবুবুল মান্নান


সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (মাস্টার্স) কেন্দ্রীয় পরীক্ষার (১৪৪৩ হিজরী মোতাবেক ২০২২ খৃষ্টাব্দ) ফলাফল বৃহস্পতিবার(১৯মে) প্রকাশিত হয়েছে।

এবারের পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিল, ছাত্র ১৫,০৩৭ জন; ছাত্রী ৯,৮৯৫ জন; মোট ২৪,৯৩২ জন। উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০ এবং ছাত্রী ৫৭.২১।

বোর্ড ভিত্তিক পাসের হারে জামেয়া ইসলামিয়া পটিয়া পরিচালিত শিক্ষাবোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’ পাসের হার-৮৬.৯৭ %, ‘তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ’ পাসের হার ৯৩.৪০%, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ পাসের হার ৭৮.৭০%, ‘আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম’ পাসের হার ৭১.০৬ ‘বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা’ পাসের হার ৫৮.৭৮%,‘জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড’ পাসের হার ৫৪.০২%।

ঘোষিত ফলাফলে চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়ার ৩০তম মেধা তালিকায় ১৪ জন ও সেরা দশে (Top Ten) চার জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়েছে।

মেধাতালিকায় যেসব প্রতিষ্ঠান রয়েছে

পটিয়া মাদরাসার ১৪জন,ঢাকা ফরিদাবাদ মাদরাসার ১০জন,নিউ মালিবাগ মাদরাসার ৭জন,হাটহাজারী মাদরাসার ৬জন, ঢাকা রাহমানিয়া মাদরাসার ৬জন,ঢাকা ঢালকানগর মাদরাসার ৬জন,রাব্বানিয়া মাদরাসার ৬জন,বগুড়া জামিল মাদরাসার ৫জন,ঢাকা মালিবাগ মাদরাসার ৪জন,সিলেট জামিয়া দরগাহ মাদরাসার ৪জন,জামিয়াতুস সুন্নাহ মাদরাসার ৩জন,ঢাকা বারিধারা মাদরাসার ৩জন, চট্টগ্রাম
দারুল মা’আরিফ মাদরাসার ৩জন,সিলেট আঙ্গুরা মাদরাসার ৩জন,আজিজিয়া মাদরাসার ২জন,জামেউল উলুম মাদরাসার ২জন,বায়তুন নূর সায়দাবাদ মাদরাসার ২জন,জামিয়াতু ইব্রাহীম মাদরাসার ২জন,আশরাফিয়া মাদরাসা সাইনবোর্ড ১জন ও বরুড়া মাদরাসার ১জন।

জামিয়া পটিয়া মাদরাসা থেকে যেসব ছাত্র মেধাতালিকায় স্থান পেয়েছে।
১. আব্দুল আজীজ (২য়) প্রাপ্ত নম্বর: ৯২৩

২. মুহাম্মদ ফরহাদ বিন সুলতান (৬ষ্ঠ) প্রাপ্ত নম্বর : ৯১১

৩. মুহাম্মদ এমরান (৮ম) প্রাপ্ত নম্বর : ৯০৮

৪. মুহাম্মদ আছিম (১০ ম) প্রাপ্ত নম্বর : ৯০৬

৫. মুহাম্মদ তাকী ওসমানী (১১তম) প্রাপ্ত নম্বর : ৯০৫

৬. মুহাম্মদ রাশেদুল ইসলাম (১৩তম) প্রাপ্ত নম্বর : ৯০৩

৭. মুহাম্মদ আবু আইয়ূব (১৫তম) প্রাপ্ত নম্বর : ৯০১

৮.মুহাম্মদ তোফাইল (১৭তম) প্রাপ্ত নম্বর : ৮৯৯

৯. আসআদ কাবীর (২১তম)(ক) প্রাপ্ত নম্বর : ৮৯৫

১০. আনীসুল মোস্তফা (২১তম)(খ)প্রাপ্ত নম্বর : ৮৯৫

১১. মুহাম্মদ আব্দুল্লাহ আল-মাসউদ (২৩তম) (ক) প্রাপ্ত নম্বর : ৮৯৩

১২. দিহইয়াতুল কালবী (২৩তম) (খ) প্রাপ্ত নম্বর : ৮৯৩

১৩. মুহাম্মদ নাজমুল ইসলাম (২৪তম) প্রাপ্ত নম্বর : ৮৯২

১৪. মুহাম্মদ আজম আলী (২৮তম) প্রাপ্ত নম্বর : ৮৭৮

জামিয়া কর্তৃপক্ষ মেধাতালিকায় অন্তর্ভুক্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img