ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম শাসক মোঘল বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের কবর ভেঙে ফেলার দাবি জানিয়েছে উগ্র হিন্দুত্ববাদী নেতা রাজ ঠাকরে।
ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে রাজ ঠাকরের দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ বলছে, উদ্ধব ঠাকরে সরকারের উচিত মুঘল শাসক আওরঙ্গজেবের কবর ভেঙে ফেলা। এরপরে, মহারাষ্ট্র সরকার আওরঙ্গাবাদের খুলদাবাদে আওরঙ্গজেবের কবরের আশেপাশে পুলিশি নিরাপত্তা বাড়িয়েছে।
এর আগে মহারাষ্ট্রে মসজিদে ‘লাউডস্পিকার’ বন্ধের দাবি এবং আজানের সময় মাইকে ‘হনুমান চালিসা’ পড়ার ঘোষণা দিয়েছিলেন এই হিন্দুত্ববাদী নেতা।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুখপাত্র গজানন কালে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে বলেছেন, শিবাজীর ভূমিতে আওরঙ্গজেবের কবরের কী দরকার? এই কবরটি ভেঙে ফেলা উচিত যাতে সেখানে লোকেরা না যায়।
তিনি আরও বলেন, মাননীয় বালা সাহেব ঠাকরেও একই কথা বলেছিলেন, আপনি বালা সাহেবের কথা শুনবেন কী? আপনি ইতোমধ্যে আওরঙ্গাবাদের নাম পরিবর্তনের দাবি উল্টে দিয়েছেন
আজ (বৃহস্পতিবার) হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ সূত্রে প্রকাশ, রাজ ঠাকরের দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র (এমএনএস) হুমকির পর উদ্ধব ঠাকরে সরকার আওরঙ্গাবাদে আওরঙ্গজেবের কবর পাঁচ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
তিনি বলেন, মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে যাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রভাবিত না হয়।
আজ ‘এবিপিলাইভ ডটকম’ গণমাধ্যম সূত্রে প্রকাশ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) আওরঙ্গাবাদ এলাকার সুপারিনটেনডেন্ট মিলন কুমার চৌলে বলেছেন, এরআগে, মসজিদ কমিটি সমাধিটি তালা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা তা খুলে দিয়েছিলাম। কিন্তু, বুধবার আমরা আগামী পাঁচ দিনের জন্য এটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরিস্থিতি মূল্যায়ন করব এবং তারপর সিদ্ধান্ত নেব যে এটি খুলব নাকি আরও পাঁচ দিনের জন্য বন্ধ রাখব বলেও ওই কর্মকর্তা মন্তব্য করেন।
সম্প্রতি, মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির ছোট ভাই তথা তেলেঙ্গানার বিধায়ক ‘মিম’নেতা আকবরউদ্দিন ওয়াইসি মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে তৎকালীন ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম শাসক মোঘল বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের কবরে ফুল দিয়ে জিয়ারত করেছিলেন।
পার্সটুডে











