শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

কর্ণাটকের মসজিদের নিচেও মন্দির ছিল, দাবি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের

ভারতের বারাণসীর জ্ঞানবাপি মসজিদের পর কর্ণাটকের মঙ্গালুরুর মালালি জামে মসজিদের নিচেও মন্দির ছিল বলে দাবি করল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।

ওই সংগঠনগুলো বলছে, মঙ্গালুরুর মালালি জামে মসজিদের নিচেও মন্দিরের অস্তিত্ব আছে। এজন্য মসজিদের কাছেই ‘ধর্মীয়’ অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

বিষয়টিকে কেন্দ্র করে মুসলিমদের সাথে উত্তেজনায় জড়িয়ে পড়ে হিন্দুত্ববাদীরা। এছাড়া মসজিদের চারপাশের ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সেইসঙ্গে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল দাবি করে বলছে, মালালি জামে মসজিদ মেরামত করার সময় এর ভিত থেকে মন্দিরের মতো একটি কাঠামো বেরিয়ে এসেছে। এ নিয়ে তারা জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, যতদিন পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি না হয়, ততদিন মসজিদ মেরামত কাজ বন্ধ রাখা হোক।

এছাড়া রাম মন্দির ‘আন্দোলন’-এর মতো একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির হুমকিও দিয়েছে সংগঠন দুটি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ