শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

মুসলিমরা ভারতকে সমৃদ্ধ করেছে: ওয়েসি

মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি এমপি বলেছেন, মাদ্রাসায় ইসলামী শিক্ষা দেওয়ার পাশাপাশি বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান ইত্যাদি পড়ানো হয়। যখন সঙ্ঘ (আরএসএস) ব্রিটিশের এজেন্ট হিসেবে কাজ করছিল, তখন অনেক মাদ্রাসা দেশের স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিল। মুখ্যমন্ত্রীর মন্তব্যে তার হীনমন্যতা প্রকাশ পেয়েছে।

সম্প্রতি ‘মাদ্রাসা’ শব্দ বিলুপ্ত হওয়া উচিত এবং মাদ্রাসায় পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া যায় না বলে মন্তব্য করেছিলেন বিজেপিশাসিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

ওয়েসি আরও বলেন, মুসলিমরা ভারতকে সমৃদ্ধ করেছেন, আগামীতেও করে যাবেন।

এ বিষয়ে আসামের ‘ইউডিএফ’ বিধায়ক রফিকুল ইসলাম বলেছেন, মাদ্রাসা সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কোনও জ্ঞান নেই। তার ওই দাবির পিছনে কোনও প্রমাণ নেই। অনেক মাদ্রাসার ছাত্র ইতোমধ্যে জীবনের বিভিন্ন দিকে সফল হয়েছেন।

তিনি বলেন, আরবি ভাষায় মাদ্রাসা শব্দের অর্থ হচ্ছে স্কুল। স্কুল কখনও বন্ধ করা যায় না। ‘গুরুকুল’ খোলা রয়েছে। ‘সৎ সঙ্গ’ খোলা রয়েছে। জৈন ও খ্রিস্টানদের সবকিছু খোলা রয়েছে। সে রকম মুসলিমদেরও ধর্মীয় শিক্ষাকেন্দ্র আছে এবং থাকবে। ভারতীয় সংবিধানের ২৪ ও ২৫ ধারা অনুসারে নিজ নিজ ধর্ম শিক্ষা ও পালনের অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, হিমন্তবিশ্ব শর্মা আরএসএসকে সন্তুষ্ট করার জন্য অবাস্তব কথা বলেছেন, এটা ব্যর্থ চেষ্টা। মুখ্যমন্ত্রী শিক্ষিত মানুষ হলেও মাদ্রাসা সম্পর্কে তিনি হয়ত কম অধ্যায়ন করেছেন। মাদ্রাসায় পড়লে ডাক্তার, ইঞ্জিনয়ার হওয়া যায় না এটা ভুল কথা।

বিধায়ক রফিকুল ইসলাম নিজেও মাদ্রাসার ছাত্র ছিলেন এবং মাদ্রাসায় পড়াশোনা করে যেসব বিধায়ক, এমপি, মন্ত্রী, ডাক্তার, বিশ্বখ্যাত ব্যবসায়ী ইত্যাদি হয়েছেন তিনি সেসব কথা উল্লেখ করেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ