বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

ড. কামালের কর ফাঁকি নিয়ে রিটের শুনানি রবিবার

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন এক বছরে আয় ও প্রদেয় আয়করের পরিমাণ নিয়ে বিরোধের জেরে হাইকোর্টে রিট করেছেন। কর আপিল ট্রাইব্যুনালের এক আদেশকে চ্যালেঞ্জ করে তার আইনজীবীর করা এই রিটের শুনানি রবিবার হাইকোর্টের একটি বেঞ্চে হবে।

রিটটি শুনানির জন্য রবিবার কার্যতালিকার দুই নম্বরে রয়েছে। বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ রিট করা হয়।

রিটে বলা হয়েছে, ২০১৮-১৯ কর বছরের জন্য ড. কামাল হোসেন তার আয়কর রিটার্নে মোট বার্ষিক আয় ১ কোটি ৪ লাখ ৩ হাজার ৪৯৫ টাকা প্রদর্শন করেন এবং সে অনুযায়ী ৭৬ লাখ ৪১ হাজার ৫৪৮ টাকা কর হিসেবে উৎসে কর কর্তন করা হয়েছে বলে উল্লেখ করেন।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর উপকর কমিশনার এক আদেশে তার আয় ২০ কোটি ১১ লাখ ৪ হাজার ২১৯ টাকা ধার্য করেন এবং এর জন্য ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা বিলম্ব মাশুলসহ মোট ৬ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৩৫১ টাকা আয়কর দাবি করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ