মঙ্গলবার | ১১ নভেম্বর | ২০২৫

নবী সা. এর সিরাত আলোচনায় প্রশাসনের বাধায় তাওহিদী জনতা মর্মাহত: ইসলামী আন্দোলন

রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন আয়োজিত রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে প্রশাসনের বাধায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকার করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইউনুছ আহমাদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনী আলোচনার অনুষ্ঠানে বাধা দেওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রেমিক জনতাকে বিস্মিত ও মর্মাহত করেছে।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, রহমাতুল্লিল আলামীন কনফারেন্স কোন রাজনৈতিক কিংবা সরকার বিরোধী কোন অনুষ্ঠান ছিল না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনীমূলক সিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং আলোচনা ছিল। সরকার এধরণের একটি অনুষ্ঠানে কেন বাধা দিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনী আলোচনায় বাধা দিয়ে সরকার অত্যন্ত খারাপ দৃস্টান্ত স্থাপন করেছে।

এধরণের আলোচনায় বাধা দিয়ে সরকার নিজেকে প্রশ্নবিদ্ধ করেছে। এর জন্য সরকারকে খেসারত দিতে হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img