শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

ন্যাটো সম্প্রসারণে সম্মত তুরস্ক; সদস্য হতে পারছে ফিনল্যান্ড ও সুইডেন

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গ্যানাইজেশন) সম্প্রসারণে সম্মত হয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সংস্থার সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে ভেটো প্রদান করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ফলে দেশ দুটির সদস্য হতে বাধা আর রইল না। ফিনল্যান্ডের সাথে রাশিয়ার ১,৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

ফিনল্যান্ড, সুইডেন ও তুরস্ক একে অপরের নিরাপত্তা সুরক্ষিত রাখার ব্যাপারে একমত হওয়ার পর এরদোগানের দেশ ভেটো প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর ফলে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে পরীক্ষিত মিত্রদের ঐক্যবদ্ধ হওয়া নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা বাধা দূর হলো।

ত্রিপক্ষীয় সমঝোতায় সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের প্রতি সমর্থন ঘোষণা করে সুইডেন ও ফিনল্যান্ড। তারা পিকেকের সিরিয়া শাখা ওয়াইপিজির প্রতি সমর্থন না দিতে সমর্থন হয়।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ