শনিবার, মে ১০, ২০২৫

কাশ্মীরে পাকিস্তানী সেনাদের কঠোর জবাব দিতে গিয়ে ভারতীয় সেনা নিহত

spot_imgspot_img

কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণের মুখে কঠোর জবাব দিতে গিয়ে পাকিস্তানী সেনাদের হাতে সংগ্রাম শিবাজী নামের এক ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার নিহত ও অন্য একজন আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর অগ্রবর্তী চৌকিকে টার্গেট করে পাক সেনারা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে দিল্লি। ভারতীয় সেনারা পাল্টা গুলিবর্ষণের মধ্যদিয়ে ওই ঘটনার কঠোর ও কার্যকরভাবে জবাব দিতে চেয়েছিল। কিন্তু সেই লড়াইয়েই নিহত হন ভারতীয় সেনা হাবিলদার।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হাবিলদার পাতিল সংগ্রাম শিবাজী ছিলেন একজন সাহসী, অত্যন্ত নিবেদিত ও কর্তব্যনিষ্ঠ সৈনিক। তার সর্বোচ্চ ত্যাগ ও কর্তব্য নিবেদনের জন্য জাতি সর্বদা তার প্রতি ঋণী থাকবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img