মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

সুনির্দিষ্ট কোনো দেশের নাম বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী : মন্ত্রণালয়

spot_imgspot_img

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ওপর সুনির্দিষ্ট তথ্য ছাড়া যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে এমন বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেননি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (২৭ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দু-একটি সংবাদমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে সংবাদ প্রকাশ করছে যে, সুনির্দিষ্ট তথ্য ছাড়া যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। তিনি এ ধরনের কোনো কথা বলেননি।

এতে উল্লেখ করা হয়, আজ ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমি শুধু বলতে চাই, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার তার রিপোর্টে যে বাংলাদেশ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেননি। এর বাইরে কে কী বলল, আমি সবসময়ই বলে থাকি, তথ্য-প্রমাণ ছাড়া কিছু বললে জনগণ সেটা বিশ্বাস করে না, আস্থায় নেয় না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি (মন্ত্রী) সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করে কিছু বলেননি। যারা সংবাদটি প্রচার করছেন, তাদের সঠিকভাবে প্রচার করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img