শুক্রবার, মে ৯, ২০২৫

আফগানিস্তানে ৩৯ জনকে হত্যার ঘটনায় ১০ অস্ট্রেলীয় সেনা চাকরিচ্যুত

spot_imgspot_img

আফগানিস্তানে বন্দি, কৃষক ও বেসামরিক নাগরিক মিলিয়ে ৩৯ জনকে হত্যার ঘটনায় ১০ অস্ট্রেলীয় বিশেষ বাহিনীর সদস্যকে নোটিশ এর মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে। প্রতিবেদনে সেনাদের পরিচয় জানানো হয়নি।

আফগান যুদ্ধের এসব বেসামরিক ব্যক্তিদের হত্যার ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ তদন্ত প্রতিবেদনে উঠে আসার পরেই এ ব্যবস্থা নেয় দেশটি।

চার বছরের তদন্ত শেষে গত সপ্তাহে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) ১৯ সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত থাকার প্রমাণ দেয় বলে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে।

খবরে বলা হয়েছে, অপরাধের অভিযোগ থাকা ১৯ সেনার মধ্যে নন তারা। নোটিশের জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন। এ খবরের ব্যপারে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দফতর তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img