বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা

আবহাওয়াবিদ মুহাম্মাদ ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলাসহ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৪ নভেম্বর) রাতে এ পূর্বাভাসের কথা জানান তিনি।

মুহাম্মাদ ওমর ফারুক বলেন, উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে লঘুচাপের বর্ধিতাংশ। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমতাবস্থায় মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে।

তিনি বলেন, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার। আগামী দুই দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের পাঁচ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

সোমবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img