সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

আফগানিস্তানে ”অন্তর্ভুক্তিমূলক সরকার” প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখর ঘোষণা আমেরিকার

আফগানিস্তানে ”অন্তর্ভুক্তিমূলক সরকার” গঠনের জন্য চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা এবং আফগান জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ওয়াশিংটন সব রকমের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক উপায় ব্যবহার করবে।

বিবৃতিতে আরো বলা হয়, আফগানিস্তানে এমন একটি সরকার প্রতিষ্ঠা করা উচিত যাতে আফগান জনগণ; বিশেষ করে নারী এবং জাতিগত সংখ্যালঘুদের ব্যাপক সমর্থন থাকবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আফগান গণমাধ্যম টোলো নিউজ।

এদিকে মার্কিন সরকারের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ইমারাতে ইসলামিয়া অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার বিষয়ে ভাবছে। এটি আফগানদের একটি অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে বহিরাগত চাপ বা নির্দেশনা যুক্তিসঙ্গত নয়। ইমারাতে ইসলামিয়া বারবার বলেছে, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ করা উচিত নয়।

সূত্র : টোলো নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img