বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

২২তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা’র আয়োজনে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ”২২তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন২০২৩”।

আজ (২০ জানুয়ারি) জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব সাহানে এই ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা’র সভাপতি ও বাংলাদেশের শাইখুল ক্বুররা আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

এতে প্রধান অতিথি ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বিশেষ অতিথি, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক সুফি মিজানুর রহমান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব মুফতী রুহুল আমীন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক মুনিম হাসান, বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (বিশেষ শাখা) এ জেড এম নাফিউল ইসলাম, বাংলাদেশের ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, পিএইচপি ফ্যামিলি পরিচালক আলী হোসাইন ও জহিরুল ইসলাম।

আরো ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরনের রাষ্ট্রদূত মনসুর চাভোশী, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী, পাকিস্তানের উপ-রাষ্ট্রদূত ক্বামার আব্বাস খোকার, ইরন দূতাবাসের কালচার কাউন্সিলর ডক্টর হাসান সেহাত, মরক্কো দূতাবাসের চার্জ দ্যা আ্যফায়ার্স ইউসুফ শাওয়ী, সৌদি দূতাবাসের কাউন্সিলর হুসাইন আল বালাউয়ী ও ইন্দোনেশিয়া দূতাবাসের কাউন্সিলর বামবাং প্রিহারতাদী।

যেসব আন্তর্জাতিক ক্বারীগণ তিলাওয়াত করেছেন-
ইরানের শাইখ ক্বারী আহমদ আবুল কাসেমী, মিশরের শাইখ ক্বারী মাহমুদ কামাল নাজ্জার, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী এবং ফিলিপাইনের ক্বারী নো’মান পিমবায়াবায়া।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ