শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

দেওবন্দে ‘গরু হত্যার’ অভিযোগ এনে মুসলিম যুবককে বন্দুকযুদ্ধে খুন; ১২ পুলিশের বিরুদ্ধে মামলা

ভারতের উত্তর প্রদেশের দেওবন্দে ”গরু হত্যার” অভিযোগে এক ব্যক্তিকে খুনের দায়ে ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

গত রবিবার (২২ জানুয়ারি) উত্তরপ্রদেশের পুলিশ এ অভিযোগ দায়ের করে।

৪২ বছর বয়সি জিশান হায়দারকে ২০২১ সালের ৫ সেপ্টেম্বর পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে হত্যা করা হয়। পুলিশ তার পরিবারকে জানিয়েছিলো যে, তার পায়ে গুলি লেগেছে। অথচ ইতিমধ্যে তিনি মারা গিয়েছিলেন।

পুলিশ দাবি করেছে, তারা ”গোহত্যা” সম্পর্কে একটি গোপন তথ্য পেয়েছিল। তারা সেখানে অভিযান চালায় যেখানে হায়দারসহ আরও কয়েকজনকে দেশীয় তৈরি পিস্তল সহ ধরা পড়েছিল।

জিশান হায়দারের পরিবার দাবি করেছে, পুলিশ তাকে মিথ্যাভাবে ”গরু হত্যার” মামলায় জড়িয়েছে।

হায়দারের স্ত্রী আফরোজ আদালতে সাক্ষে বলেছেন, পুলিশ যখন তদন্তের জন্য তাকে ডেকে নিয়ে গিয়েছিল তখন তিনি ও তার স্ত্রী ঘরেই ছিলেন। অথচ এর কিছুক্ষণ পরেই তাকে হত্যা করা হয়।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ