পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ারের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু এবং আরও ১৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ কর্মকর্তারা।
সোমবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের পেশোয়ারের পুলিশ লাইন মসজিদে নামাজরত অবস্থায় এই ঘটনা ঘটে।
পেশোয়ারের এক পুলিশ কর্মকর্তা বলেন, মসজিদটিতে বোমা বিস্ফোরণের সময় বহু সংখ্যক মুসল্লি নামাজরত ছিলেন। মসজিদ কমপ্লেক্সের একটি অংশ বিস্ফোরণের ফলে ধসে পড়েছে এবং বেশ কয়েকজন এর নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা মীনা গুল বলেন, বোমাটি বিস্ফোরণের সময় আমি ভেতরে ছিলাম। কীভাবে আমি অক্ষত অবস্থায় বেঁচে আছি সেটি জানি না। বোমা বিস্ফোরণের পর আমি প্রচুর চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পাই। বোমাটি বিস্ফোরণের সময় মসজিদের ভেতরে ১৫০ জনেরও বেশি মুসল্লি নামাজরত ছিলেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় লিখেছেন, পেশোয়ারের পুলিশ লাইন মসজিদে নামাজের সময় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছি। সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের গোয়েন্দা বাহিনীকে উন্নত করা এবং পুলিশ বাহিনীকে যথাযথভাবে ঢেলে সাজানো অপরিহার্য।
সূত্র : আল-জাজিরা






