শুক্রবার, মে ৯, ২০২৫

এসএসসিতে ফেল করায় লালমনিরহাটে ছাত্রীর আত্মহত্যা

spot_imgspot_img

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় লাইজু আক্তার (১৬) নামের এক ছাত্রী বিষ পানে আত্মহত্যা করেছে।

রোববার দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাইজু আক্তার ওই এলাকার জেল হকের মেয়ে ও পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়রা জানান, আজ সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই ফলাফলে লাইজু আক্তার ফেল করায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img