মঙ্গলবার, মে ১৩, ২০২৫

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ১৭ হাজার ছাড়িয়েছে

spot_imgspot_img

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল। গত সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) অব্যহত রয়েছে উদ্ধার অভিযান। ভূমিকম্প আঘাত হানা তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশে সফরকালে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান নিহতের সর্বশেষ সংখ্যা জানান।

তিনি বলেন, তুরস্কে ১৪ হাজার ১৪ জন নিহত হয়েছেন। ৬৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ৬ হাজার ৪০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে আগামী এক বছরের মধ্যে তিন-চার তলা ভবন নির্মাণ করে দেওয়া হবে।

এর আগে বুধবার ভূমিকম্পে আঘাত হানা অঞ্চল কাহরামানমারাস পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর আগে বলেছিল, হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

বিশ্বের অনেক দেশ ত্রাণ ও সহযোগিতা নিয়ে এই দুর্যোগে এগিয়ে এসেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img