ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। লাশের সংখ্যা ছাড়িয়েছে ১৭ হাজার। এমন সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছেন তুর্কি বংশোদ্ভূত সাবেক জার্মান তারকা ফুটবলার মাসুদ ওজিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি পোস্ট করেন ওজিল। ক্যাপশনে লেখেন- একসঙ্গে আমরা কঠিন সময়ে যেকোনো কিছুই অর্জন করতে পারি। এ পরিস্থিতি সামাল দিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
অসহায় মুসলমানদের পক্ষে সবসময় কথা বলতে দেখা যায় ওজিলকে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করায় তাকে জার্মান দল থেকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ আছে।