তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তুরস্কের রাজধানী আঙ্কারায় এ দুই নেতার মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ।
তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে পরে এক বিবৃতির মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকের কথা জানানো হয়।
সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী তুরস্কের ভূমিকম্পবিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন এবং তুরস্কে পাঠানো পাকিস্তানের উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেন।
ভূমিকম্পের পর তুরস্ক সফরকারী বিশ্বনেতৃবৃন্দের মধ্যে শাহবাজ শরিফ অন্যতম বলে জানান এরদোগান।
সূত্র: ইয়েনি সাফাক