ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা দখলকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে তালমুদিক নামক ইহুদীদের ধর্মীয় অনুষ্ঠান পালন করেছে।
ফিলিস্তিনিনের তথ্য মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপতিতে জানানো হয়েছে, গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে ও বিকালে তারা মসজিদ আল আকসায় এ অপমানজনক ঘটনা ঘটায়।
বিজ্ঞপতিতে আরো বলা হয়েছে, ৩৯৬ জন অবৈধ বসতি স্থাপনকারী মসজিদ আল-আকসা প্রাঙ্গণ অপবিত্র করেছে। তারা মাগরিবা গেট দিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে মসজিদে প্রবেশ করে। এসময় তাদের নিরাপত্তায় পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় তাদের উদ্দেশ্য ইহুদি রাব্বিরা কথিত টেম্পল মাউন্ট সম্পর্কে বিভিন্ন মিথ্যা বক্তব্য তুলে ধরছিলেন অবৈধ বসতি স্থাপনকারীদের কাছে।
উল্লেখ্য, ইসরায়েলি দখলদার পুলিশ আকসা মসজিদের প্রবেশদ্বার ও গেটে মুসলিম মুসল্লিদের চলাচল ও প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিনই সকাল ও বিকেলে ইহুদি বসতি স্থাপনকারী এবং পুলিশ বাহিনীর দ্বারা আকসা মসজিদ অপবিত্রতার সম্মুখীন হয়।
সূত্র : দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার