বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

আবারও তুরস্কে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের মধ্যাঞ্চলে আবারও ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুুপুরের দিকে এই ভূমিকম্পটি অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কোনো তথ্য জানায়নি সংবাদ সংস্থাটি। এমনকি হতাহতের বিষয় নিয়ে কোনো তথ্য জানা যায়নি।

এদিকে, তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডির বরাতে আল-জাজিরা বলছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ২৭ মিনিটে নিগদে প্রদেশের বোরের আনাতোলিয়ান উপদ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। তবে, এতে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

উল্লেখ্য; তুরস্ক ও সিরিয়া সীমান্তে এর আগে ৬ ও ২১ ফেব্রুয়ারি দুই দফায় কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই দেশ মিলে প্রথম দফায় ৫০ হাজারের বেশি এবং দ্বিতীয় দফায় ৬ জন প্রাণ হারান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ