বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কে ভূমিকম্পে ভবনধস, ৬১২ জনের বিরুদ্ধে মামলা

তুরস্ক ও সিরিয়ায় সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর পেরিয়ে গেছে ২০ দিন। শেষ হয়েছে উদ্ধার তৎপরতা। এই অবস্থায় ভবন নির্মাণে ত্রুটি থাকার অভিযোগে তুরস্কে ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে তুরস্ক সরকার।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব তুরস্কের দিয়ারবাকির থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির বিচার বিষয়ক মন্ত্রী বাকির বুজদাগ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিচার বিষয়ক মন্ত্রী বাকির বুজদাগ বলেছেন, মামলার আসামি ৬১২ জনের মধ্যে ১৮৪ জনকে বিভিন্ন মেয়াদে এরই মধ্যে সাজা দেয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে মামলা চলমান। আসামিদের মধ্যে রয়েছে নির্মাণ ঠিকাদার, ভবন মালিক এবং পরিচালকেরা।

তিনি বলেন, ধসে পড়া ভবনগুলোতে উল্লিখিতদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ খোঁজার জন তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ভবন নির্মাণে ত্রুটি থাকায় ভূমিকম্পে ভবনগুলো দ্রুত ধসে পড়েছে।

গত ৬ ফেব্রুয়ারী দু’দফায় ৭ দশমিক ৮ এবং ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ তুরস্কে ৪৪ হাজার জনেরও বেশি এবং উত্তর সিরিয়ায় সাড়ে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ভূমিকম্পের পর দক্ষিণ তুরস্কজুড়ে ধসে পড়া কিংবা ক্ষতিগ্রস্ত হওয়া ১ লাখ ৭৩ হাজার ভবনের নির্মাণে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এদিকে, বিরোধী দলগুলো প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রশাসনের বিরুদ্ধে বিল্ডিং নীতিমাল বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলেছে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ