বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তান থেকে ত্রাণ সামগ্রী নিয়ে ২১টি ট্রাক তুরষ্কে পৌঁছেছে

পাকিস্তান থেকে ২৭৫ টন ত্রাণ সহায়তা সামগ্রী নিয়ে মোট ২১টি ট্রাক তুরষ্কের ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্থ শহরগুলির মধ্যে একটি মালত্যায় পৌঁছেছে। গত ১১ ফেব্রুয়ারি ত্রাণ সামগ্রী বহনকারী ট্রাকগুলো পাকিস্তান থেকে রওনা হয়েছিল, যা ইরান হয়ে তুরষ্কে পৌঁছেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ত্রাণ সামগ্রী তুরষ্কে পৌঁছেছে।

এসব ত্রাণ সামগ্রীর মধ্যে প্রধানত শীতকালীন তাঁবু, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে এ পর্যন্ত ২০টি বিমান তুরষ্কে ত্রাণ সহায়তা সামগ্রী নিয়ে গিয়েছে। এছাড়াও ত্রাণসামগ্রী বহনকারী একটি জাহাজ খুব দ্রুত তুরষ্কের উদ্দেশ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ত্রাণ সামগ্রী পৌঁছানোর পর পাকিস্তান দূতাবাসের উপরাষ্ট্র-দূত আব্বাস সারওয়ার কোরেশি বলেন, “সব পরিস্থিতিতে একে অপরকে সমর্থন করার একটি গৌরবময় ইতিহাস রয়েছে পাকিস্তান ও তুরষ্কের। পাক-প্রধানমন্ত্রী ও পাকিস্তানের জনগণের ইচ্ছা অনুযায়ী উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তান তুরস্কে ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে।”

উল্লেখ্য, তুরষ্কের আদিমান অঞ্চলে ১৭ দিনের উদ্ধার অভিযান পরিচালনার পর গত ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের অনুসন্ধান ও উদ্ধারকারী দল তুরষ্ক ত্যাগ করে। এ সময় ইস্তাম্বুল বিমানবন্দরে এ দলটিকে আন্তরিকতার সাথে সাধুবাদ জানায় তুরষ্কের জনগন ও ইস্তাম্বুলের সহকারী গভর্নর।

সূত্র: বোল নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ