বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরষ্কে পিকেকের নারী সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র জব্দ

তুরষ্কের নিরাপত্তা বাহিনী কোনিয়া প্রদেশ থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) এক নারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী ওই নারীকে বৃহস্পতিবার তুরষ্কের মধ্য কোনিয়া প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই নারীর নাম গুলদা বেবেক। তবে তিনি ‘এক্সওয়েজা লিলাও’ নামে একটি সাংকেতিক নাম ব্যবহার করছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, তিনি তুরষ্কের মেরাম জেলার একটি বাসভবনে লুকিয়ে ছিলেন। তাকে গ্রেফতারের সময় বেশ কিছু আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, অ্যাম্পিয়ার মিটার, মিনি ইলেকট্রিক মোটর, ছোট টিউব হেড ও ছোট বাল্ব জব্দ করা হয়েছে। তিনি ইরানে কুর্দিস্তান সংগঠনের সংগঠনটির একটি শাখা ‘কেসিকে’র তথাকথিত বিশেষ বাহিনীর সদস্য হিসেবে কাজ করছিলেন।

তুরষ্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর জানিয়েছেন, তুরস্কের নিরাপত্তা বাহিনী এ বছরের
১ জানুয়ারি থেকে উত্তর ইরাক ও সিরিয়ায় ২৬১ জন পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসীদের “নিরপেক্ষ” করেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ