ভারতের পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ‘আইএসএফ’-এর বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
আজ (বৃহস্পতিবার) হাই কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে গ্রেফতার হওয়া আরও ৬৩ জন। গ্রেফতার হওয়ার ৪০ দিনের মাথায় অবশেষে তারা আজ জামিন পেলেন।
গত ২১ জানুয়ারি কলকাতার ধর্মতলায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে ‘আইএসএফ’ কর্মীদের। এ সময়ে পুলিশের হাতে গ্রেফতার হন ফুরফুরা শরীফের পীরজাদা বিধায়ক নওশাদ সিদ্দিকীসহ আইএসএফের বহু কর্মী-সমর্থক। তার পর থেকে তারা জেলে ছিলেন।
পশ্চিমবঙ্গের ভাঙড়ে আইএসএফ কর্মী-সমর্থকদের উপরে তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে অভিযোগ করে গত ২১ জানুয়ারি কলকাতায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আইএসএফ কর্মী-সমর্থকরা। তাদের দাবি ছিল ভাঙড়ের হামলায় জড়িত তৃণমূলের লোকজনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ওইদিনই আইএসএফের প্রতিষ্ঠা দিবস হওয়ায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কোলকাতায় সভা ছিল আইএসএফের। অন্যদিকে, তৃণমূলের দাবি- ভাঙড়ে আইএসএফ কর্মীরা তাদের দলীয় অফিস ক্ষতিগ্রস্ত করেছে।
পীরজাদা নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদে ফুরফুরা শরীফে তীব্র প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফুরফুরা শরীফের পীর ইব্রাহিম সিদ্দিকী বিধায়ক ও পীরজাদা নওসাদ সিদ্দিকীকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন।
সূত্র : পার্সটুডে











