শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে হোলি শোভাযাত্রা করতে ঢেকে দেওয়া হচ্ছে ৭৫টি মসজিদ

ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশে শাহজাহানপুরে আসন্ন হোলি উৎসবের শোভাযাত্রাকে কেন্দ্র করে নগরীর ৬৭টি মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

সম্ভলে ৮টি মসজিদ ঢেকে দেওয়া হচ্ছে। প্রত্যেক বছর হোলি উৎসবে শাহজাহানপুর এলাকায় দু’টি শোভাযাত্রা বের হয়। এটি লাট সাহেবের শোভাযাত্রা নামে পরিচিত।

শাহজাহানপুর শহরের ইমাম হুজুর আহমেদ মঞ্জরী বলেন, মসজিদ ঢেকে রাখা ঠিক নয়। এটি ঢেকে রাখলে ভয়ের পরিবেশ তৈরি হয় এবং মুসলিম সম্প্রদায় নিরাপত্তাহীনতা বোধ করে। প্রায় চার/পাঁচ বছর আগে মিছিলের পরপরই ত্রিপল সরিয়ে ফেলা হবে বলে ধর্মীয়স্থানগুলো ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসন এটাকে ঐতিহ্যে পরিণত করেছে।

তিনি আরও বলেন, ত্রিপল দিয়ে না ঢেকে প্রশাসনের উচিত সর্বাধিক পুলিশ বাহিনী মোতায়েন করা এবং পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

মাওলানা কাসিম রাজা খান বলেন, ধর্মীয়স্থান ঢেকে রাখার প্রচলন বেশি দিনের নয়। ধর্মীয়স্থান ঢেকে রাখা একেবারেই ভুল। এরফলে বিশ্বে ভুল বার্তা যায়। ধর্মীয় স্থান ঢেকে রাখতে আপত্তি আছে। প্রায় একসপ্তাহ আগে এ বিষয়ে জেলা প্রশাসককে স্মারকলিপিও দেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসন তাতে দৃষ্টিপাত করে না। ধর্মীয় স্থান ঢেকে দেওয়ায় শহরে ভয়ের পরিবেশ তৈরি হয়।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ