শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

সুলতান আওরঙ্গজেবের সমাধি সরাতে চায় শিবসেনা বিধায়ক

ভারতের মহারাষ্ট্রে শিবসেনা বিধায়ক এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সমর্থক সঞ্জয় শিরসাত বলেছেন, তিনি মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ শহর থেকে মুঘল সুলতান আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবেন।

সোমবার (৬ মার্চ) তিন এ সংক্রান্ত মন্তব্য করেন।

হিন্দুত্ববাদী শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসাত আওরঙ্গাবাদের নাম বদলে ছত্রপতি সম্ভাজিনগরের নাম করার বিরুদ্ধে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (মিম) প্রতিবাদকে ‘বিরিয়ানি পার্টি’ বলে কটাক্ষ করেছেন। ‘মিম’-এর স্থানীয় নেতা ইমতিয়াজ জলিল এমপির নেতৃত্বে গত ৪ মার্চ থেকে জেলা কালেক্টরের কার্যালয়ের সামনে ধারাবাহিক অনশন চলছে।

ওই ইস্যুতে আজ শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসাত দাবি করেন, এটি কোনও আন্দোলন নয়, একটি বিরিয়ানি পার্টি এবং এই পার্টির ছবিও ভাইরাল হয়েছে। আওরঙ্গাবাদের মুসলমানদের নাম পরিবর্তনে কোনও সমস্যা নেই, কিন্তু হায়দরাবাদের (মিম) লোকেদের আছে।

তিনি বলেন, আওরঙ্গজেবের স্মরণে কোনও দিন উদযাপন করা উচিত নয় এবং মুঘল সম্রাটের কবরের অবশিষ্টাংশও আওরঙ্গাবাদ থেকে সরানো উচিত। আমি ওই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। আমি পুলিশ কমিশনারের সাথেও দেখা করব কারণ ইমতিয়াজ জলিল শহরের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন।

শিবসেনা বিধায়ক আরও বলেন, তারা যদি আওরঙ্গজেবকে এতটাই ভালোবাসেন, তাহলে তার সমাধি হায়দরাবাদে স্থানান্তর করুন, তারা সেখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করুন বা তারা যা খুশি করুন, কেউ বিরক্ত করবে না। কিন্তু এই আন্দোলন বন্ধ করুন।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকার মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর এবং উসমানাবাদ শহরের নাম পরিবর্তন করে মহারাষ্ট্রের ধারাশিব করার অনুমোদন দিয়েছে। এর তীব্র বিরোধিতায় মাঠে নেমেছে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ