শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে মসজিদে অগ্নিসংযোগ ও মুসলিমদের বাড়িঘর ভাঙচুর, আটক ৪৯

গত ৪ মার্চ ভারতের বিহারে একটি মসজিদে অগ্নিসংযোগ ও মুসলিমদের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ৪৯ জন উগ্র হিন্দুত্ববাদীকে আটক করেছে রাজ্যটির পুলিশ।

আজ মঙ্গলবার (৭ মার্চ) কাশ্মীর মিডিয়া সার্ভিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়।

বিহার পুলিশ জানায়, অপরাধের স্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। যা থেকে প্রমাণের ভিত্তিতে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিহারে একটি মসজিদ থেকে মাইকে আযান দেওয়ায় উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদটিতে ভাঙচুর চালায়। একপর্যায়ে মসজিদটিতে তারা আগুন ধরিয়ে দেয়। এরপর তারা মুসলিমদের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিহার পুলিশ আসে। তবে তাদের হাত থেকে রক্ষা পায়নি পুলিশ কর্মকর্তারাও। তাদের আক্রমণে আহত হয় উপ-পুলিশ সুপার (ডিএসপি) সুবোধ কুমার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দয়াশঙ্কর সাহ।

সূত্র: কাশ্মীর মিডিয়া সার্ভিস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ