শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে গরুর মাংস বহন করা সন্দেহে মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা!

ভারতে গরুর মাংস বহন করা সন্দেহে ৪৭ বছর বয়সী এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা।

মঙ্গলবার (৭ মার্চ) দেশটির বিহারের চাপড়া জেলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মুসলিম ব্যক্তি হলেন নাজিব কোরায়শি। তিনি এবং তাঁর ভাতিজা ফিরোজ কোরায়শি বাড়ি ফিরছিলেন। এমন সময় তাদের ওপর ১০ থেকে ১৫ জন হিন্দুত্ববাদী লোক হামলা চালায়।

ফিরোজ বলেন, লোকগুলো তাদের ঘিরে ধরে বলতে থাকে এরা গরু নিয়ে কাজ করে। এ কথা বলেই লোকগুলো তাদের ওপর হামলা চালায়। এ সময় ফিরোজ পালিয়ে আসতে সক্ষম হলেও তার চাচা আর ফিরতে পারেনি। তাদের পিটুনিতে তিনি নিহত হন।

ফিরোজ আরও বলেন, আমি দূর থেকে বিশাল ভিড় দেখলাম। আমি আমার চাচার সম্পর্কে খুব ভয় পেয়েছিলাম এবং সাহায্যের জন্য থানায় ছুটে যাই। তখন পুলিশের কর্মকর্তারা আমাকে দেখে হেসেছিল এবং আমাকে বাড়ি যেতে বলে। পরে থানা থেকে ঘটনাস্থলে এসে দেখি চাচার মৃতদেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে দারোদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চাচাকে সিয়ন সদর হাসপাতালে পাঠানো হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সুশীল সিং, রবি সাহা এবং উজ্জল শর্মা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ