ভারতে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর করার প্রতিবাদে সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্য ইমতিয়াজ জলিলসহ দেড় হাজার জনের বেশি লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) পুলিশের এক কর্মকর্তা এ সংক্রান্ত তথ্য জানান।
সম্প্রতি কেন্দ্রীয় বিজেপি সরকার মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর এবং উসমানাবাদ শহরের নাম পরিবর্তন করে মহারাষ্ট্রের ধারাশিব করার অনুমোদন দিয়েছে। এর তীব্র বিরোধিতায় মাঠে নেমেছে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’।
এই ব্যাপারে আওরঙ্গাবাদের এমপি এবং অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা ‘মিম’ নেতা ইমতিয়াজ জলিল গত বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জুবিলি পার্ক পর্যন্ত একটি মোমবাতি মিছিলের নেতৃত্ব দেন এবং বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, নাম পরিবর্তনের বিরুদ্ধে গঠিত কমিটির প্রধান আইয়ুব জাহাঙ্গীরদারকে অনুমতি না দেওয়া সত্ত্বেও ‘ক্যান্ডেল মার্চ’ বের করা হয়।
তিনি দাবি করে বলেন, বেআইনি সমাবেশের জন্য ভারতীয় দণ্ডবিধি এবং মহারাষ্ট্র পুলিশ আইনের বিধানের অধীনে ইমতিয়াজ জলিল, জাহাঙ্গীরদারসহ ১ হাজার ৫০০ জনেরও বেশি বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ‘মিম’ নেতা ইমতিয়াজ জলিল এমপি জানান, সংবিধানে যেকোনও বিষয়ে বিরোধিতা করার অধিকার দেওয়া হয়েছে। কিছু ক্ষমতাসীন এবং বিরোধী দলের নেতা আমার বিরুদ্ধে ও আন্দোলনকারীদের বিরুদ্ধে বাজে কথা বলে পুলিশের মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে। মোমবাতি মিছিল না করার জন্য আমার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমরা গণতান্ত্রিক পথে আন্দোলন করছি।
ইমতিয়াজ জলিল আরও বলেন, আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী নিয়েছেন। দিল্লি, মুম্বাইতে বসে থাকা কোনও নেতা, তিনি যত বড়ই হোক না কেন, কোনও শহরের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন না। জনগণের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। এ বিষয়ে একটি গণভোট হওয়া উচিত।
সূত্র: পার্সটুডে











