বুধবার, মে ২১, ২০২৫

তুরস্কে আরও ৯০ টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে পাকিস্তান

spot_imgspot_img

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে পাকিস্তান। এবার ইসলামাবাদ থেকে ৯০ টন ত্রাণ সামগ্রী বহনকারী একটি কার্গো বিমান তুরস্কে পৌঁছেছে।

রবিবার (১২ মার্চ) আঙ্কারার পাকিস্তান দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে ত্রাণ সামগ্রী বিমান, স্থল ও সমুদ্রপথের মাধ্যমে ভ্রাতৃপ্রতিম তুরস্কে পাঠানো হচ্ছে। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ১ হাজার ২০০টি শীতকালীন ও অগ্নি-প্রতিরোধী তাঁবু রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান থেকে ২৭৫ টন ত্রাণ সহায়তা সামগ্রী নিয়ে মোট ২১টি ট্রাক তুরস্কে পৌঁছায়। এছাড়াও এ পর্যন্ত ২১টি বিমান তুরস্কে ত্রাণ সহায়তা সামগ্রী নিয়ে পৌঁছেছে।

সূত্র: টিআরটি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img