ভারতে বিজেপিশাসিত কর্ণাটকের বিজেপি নেতা ও বিধায়ক কেএস ঈশ্বরাপ্পা বলেছেন, নির্বাচনের পর রাজ্যে আমাদের সরকার ক্ষমতায় এলে দ্রুত সব মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ করা হবে। রাজ্যটিতে আসন্ন নির্বাচনের মুখে সেখানে হিন্দুত্ববাদী বিজেপির অপতৎপরতা শুরু হয়েছে।
আজ বুধবার (১৫ মার্চ) গণমাধ্যমে প্রেরিত, লাউডস্পিকারে আযান প্রসঙ্গে তিনি আরও বলেন, এর ফলে শিক্ষার্থী থেকে রোগী সকলেই বিপর্যস্ত। কর্ণাটকে পরীক্ষা চলছে এবং লাউডস্পিকারের শব্দে ছাত্ররা বিরক্ত হচ্ছে!
এর আগে সম্প্রতি তিনি এক সভায় বক্তব্য রাখার সময়ে বলেছিলেন, আযানের শব্দে তার মাথা ব্যাথা করে। তিনি তীব্র আপত্তিকর মন্তব্যে আরও বলেন, আল্লাহ কী বধির যে আপনি মাইকে চিৎকার করেন?
গত ১২ মার্চ রবিবারও কাভুর শান্তিনগরে উসকানিমূলক কথা বলেন রাজ্যের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। তিনি বলেন- আমাদের সরকার দেশদ্রোহীদের লাথি মেরেছে। ‘পিএফআই’কে নিষিদ্ধ করা হয়েছে এবং গরু জবাইকারীদের বাড়িতে বুলডোজার চলছে। আমরা হিন্দুদের একা ছাড়ব না। আমাদের কর্মীদের যদি স্পর্শ করা হয়, আমরাও তাদের রেহাই দেবো না।
তিনি আরও বলেন, আমরা শুধু হিন্দুদের কাছে ভোট চাই, মুসলিম ভোট চাই না। কাশী বিশ্বনাথের পাশে মথুরায়ও মন্দিরের পাশে একটি মসজিদ নির্মিত হয়েছিল। সেটা ভেঙে আবার মন্দির বানাবো।
দুর্নীতি এবং একজন ঠিকাদারের আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় গতবছর এপ্রিলে পদত্যাগ করতে বাধ্য হন কর্নাটকের মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা। কর্নাটকের উডুপির একটি লজে আত্মহত্যা করেছিলেন ৩৭ বছরের সন্তোষ পাতিল নামে এক ঠিকাদার। মৃত্যুর আগে তিনি হোয়াটসঅ্যাপে তার বন্ধু ও পরিজনকে জানান, তার মৃত্যুর জন্য মন্ত্রী ঈশ্বরাপ্পাই দায়ী।
সূত্র: পার্সটুডে











