মাহবুবুল মান্নান
দেশের শতবর্ষী ধর্মীয় বিদ্যাপিঠ চট্টগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার প্রবীণ ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ উল্লাহ কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার(২৭মার্চ) সকাল ১১ টায় চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে,তিন মেয়ে,স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও হাজার হাজার ছাত্র রেখে যান।
জামিয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব জানিয়েছেন, মাওলানা আহমদ উল্লাহ কাসেমী ১৯৬০সাল থেকে অত্যন্ত সুনাম,দক্ষতা ও নিষ্ঠার সাথে জিরি মাদরাসায় খেদমত করে আসছেন।
মাওলানা খোবাইব বিন তৈয়ব তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ সোমবার (২৭ মার্চ) রাত এগারোটায় জামিয়া আরাবিয়া জিরি মাদরাসায় তাঁর জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ; তিনি পটিয়া উপজেলার হরিণখাইন গ্রামে এক ঐতিহ্যবাহী দ্বীনি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জিরি মাদরাসার সাবেক শায়খূল হাদীস আল্লামা সালেহ আহমদ রহ. এর ভাতিজা ও পটিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতী আজিজুল হক রহ. এর ঘনিষ্ঠ আত্মীয়।