শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারত জুড়ে রাম নবমীতে মুসলিম বিরোধী সহিংসতা; রক্ষা পায়নি মসজিদ-মাজারও

গত ২২ মার্চ থেকে শুরু হয়েছে ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান দেবতা রামের জন্মদিন উদযাপন উৎসব ”রাম নবমী”। টানা ১০ দিন ধরে চলেছে এই উৎসব।

কিন্তু উৎসব উদযাপনের আড়ালে বিভিন্ন স্থানে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অন্তত ২০টি সহিংসতার ঘটনা ঘটিয়েছে দেশটির উগ্র হিন্দুত্ববাদীরা।

শনিবার (১ এপ্রিল) মুসলিম মিরর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রামের জন্মদিন উপলক্ষে ভারতের বিহারের লক্ষীসরাইতে মোটর বাইক শোভাযাত্রায় উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা মুসলিম পথযাত্রীদের লাঞ্ছিত করেছে। এ সময় তারা তলোয়ার বহন করছিল ও অশ্লীল গান গাইছিল।

গুজরাটে অনুষ্ঠিত শোভাযাত্রা থেকে মুসলিম বিরোধী স্লোগান দেয়া হয়‌। এছাড়াও একটি মসজিদে পাথর ছুড়ে মারে উগ্র হিন্দুত্ববাদীরা।

মহারাষ্ট্রে উগ্র হিন্দুত্ববাদীরা ‘আব্দুর রহমান শাহের দরগায়’ প্রবেশ করে গেরুয়া পতাকা উড়িয়ে জয় শ্রী রাম স্লোগান দেয়। এ সময় ঘটনাস্থলে স্থানে পুলিশের উপস্থিত থাকলেও তারা বাধা দেয় নি।

মথুরায় শোভাযাত্রা চলাকালীন উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের দেয়ালে গেরুয়া পতাকা অংকন করে রেখে দেয়।

ভাদোদরা জেলার বিভিন্ন মসজিদ, গাড়ি ও দোকানপাটে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।

জম্মুতে রাম নবামীর সমাবেশে উগ্র হিন্দুত্ববাদী বজরং দল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে। স্লোগানে তারা বলে “আমরা ভারতকে জোরপূর্বক হিন্দু জাতি করব”।

পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলিমদের দোকানপাট ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা।

রাজস্থানে অবস্থিত একটি মসজিদের উপর গেরুয়া পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও মধ্যপ্রদেশে অবস্থিত হযরত কালে খান এর মাজারের উপরে উড়তে থাকা সবুজ পতাকাটি ছিঁড়ে ফেলে সেখানে গেরুয়া পতাকা উড়িয়ে দেওয়া হয়।

মুম্বাইয়ে অনুষ্ঠিত রাম নবমীর শোভাযাত্রায় উগ্র হিন্দুত্ববাদীদের একটি দলকে বিভিন্ন মসজিদের সামনে থেমে মসজিদকে উদ্দেশ্য করে অপমানজনক স্লোগান ও গালিগালাজ করতে দেখা যায়।

উল্লেখ্য, ভারতে মুসলিমবিরোধী সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। এমন কোন একটি দিন যায় না যেদিন দেশের কোথাও না কোথাও এমন সহিংসতার ঘটনা ঘটে না। গত বছর এই উৎসবকে কেন্দ্র করে ভারতের খারগোনে অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করে উগ্র হিন্দুত্ববাদীরা। সেখানকার সহিংসতায় একজন পুলিশ সদস্যসহ ২৪ জনেরও বেশি মানুষ আহত হয়।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ