অবৈধ ও ‘ল্যান্ড জিহাদ’ আখ্যা দিয়ে মুসলিম সম্প্রদায়ের মাজার ও কবরস্থান গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
গত শুক্রবার ভারতের নৈনিতাল জেলার কালাধুঙ্গিতে আয়োজিত এক জনসমাবেশে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “উত্তরাখণ্ডে কবরসহ ১ হাজারেরও বেশি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয়েছে যার নিচে কোনও অবশিষ্ট পাওয়া যায়নি। এসব কবর ও অবৈধ নির্মাণগুলি খুব দ্রুত গুড়িয়ে দেওয়া হবে।”
তিনি আরো বলেন, “আমরা বিশেষভাবে কোন সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করছি না। তবে আমরা উত্তরাখণ্ডের কোথাও জোরপূর্বক ভূমি দখলের মাধ্যমে ‘ল্যান্ড জিহাদ’ হতে দেব না।”
গত বছরের ডিসেম্বরে দেরাদুনের বন বিভাগের কর্মকর্তারা অবৈধভাবে নির্মাণের অভিযোগ এনে ১৫ টি কবর ভেঙে দেয়। বন বিভাগের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, জরিপ অনুযায়ী সংরক্ষিত বনে প্রায় ২৯৩ টি ধর্মীয় কাঠামো চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, ‘লাভ জিহাদের’ পর ভারতীয় রাজনীতিতে নতুন শব্দ ‘ল্যান্ড জিহাদের’ আমদানি করেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। নতুন আমদানিকৃত এই শব্দটি উল্লেখ করে নতুন আইন আনার কথা ঘোষণা করেছেন দেশটির উগ্র হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্র: মিডল ইস্ট মনিটর











