ভারতের বহু মুসলিম পরিবারের বাড়ি ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। অনেক গরীব পরিবার সাধ্যের সবটুকু দিয়ে একটি জমি ক্রয় করে সেখানে বাড়ি তৈরি করেছিল। অথচ ভারতীয় কর্তৃপক্ষের দাবি এগুলো সব অবৈধভাবে নির্মিত। যার মাধ্যমে শুধু একটি বাড়ি ভাঙছে না এসব পরিবারের স্বপ্নও ভাঙছে। অনেক মুসলিম পরিবার বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। এমনই একটি ঘটনার সাক্ষী হল ভারতের উত্তরপ্রদেশের রামপুর জেলা।
সেলিম পেশায় একজন গাড়ি মেরামত কারী। ২০১৬ সালে ১ লাখ ৯০ হাজার টাকায় ভারতের উত্তরপ্রদেশের রামপুর জেলায় একটি জমি ক্রয় করেন। জমির উপর একটি বাড়িও নির্মাণ করেন। বাড়ি নির্মাণের ছয় বছর পর সরকারি কর্মকর্তারা সেলিমের বাড়িটি প্রদর্শন করেন ও তাকে জানান বাড়িটি সরকারি জমিতে নির্মাণ করা হয়েছে। তাই এটি খুব দ্রুতই ভেঙে ফেলা হবে। প্রতিনিয়ত বাড়ি ভেঙে ফেলার হুমকির পর তিনি ও তার শিশু সন্তান বিষপানে আত্মহত্যা করেছেন।
স্থানীয় লোকজন, বিরোধী রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীরা গণমাধ্যমকে জানিয়েছেন, “শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কে টার্গেট করেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।”
সেলিমের স্ত্রী জানান, তার স্বামী দুই শিশু সন্তানসহ বিষ পান করেন। তবে তার স্বামী ও মেয়ে মারা গেলেও তার ছেলে বেচে যায়।
তিনি আরো বলেন, আদালত থেকে ৬৪ লক্ষ টাকা দাবি করে একটি নোটিশ প্রদান করা হয়েছে, অন্যথায় বাড়িটি ভেঙে দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।
সূত্র: মুসলিম মিরর











