সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ; গড় পাসের হার ৭৬.০৯

spot_imgspot_img

দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯। মুমতায (স্টার মার্ক) ৩৮,৯২২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৩,৪১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,০৬,৪৫০ জন। এবারের বেফাক পরীক্ষায় ২,৮২,৯২৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে।

আজ (১৫ এপ্রিল) শনিবার রাজধানীর যাত্রাবাড়ী বেফাক কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বেফাক সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মুফতি মনসূরুল হক, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img