ভারতে ১১ বছর বয়সী এক মুসলিম কিশোরকে জোরপূর্বক উলঙ্গ করে ‘জয় শ্রীরাম’, ‘হিন্দুস্থান জিন্দাবাদ’ ও ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দিতে শারীরিকভাবে নির্যাতন করেছে উগ্র হিন্দুত্ববাদীরা।
শুক্রবার (১৪ এপ্রিল) ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরের বাবা-মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির অধীনে মানুষকে আঘাত করা, জনসমক্ষে অশ্লীল কাজ ও অপহরণের অভিযোগে এফআইআর নথিভুক্ত হয়েছে।
ইন্দোর পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোর ও অভিযুক্তরা একই এলাকায় বসবাস করে।
উল্লেখ্য, ভারতে মুসলিমবিরোধী সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। এমন কোনও একটি দিন যায় না যেদিন দেশের কোথাও না কোথাও মুসলিমদের উপর সহিংসতার ঘটনা ঘটে না।
সূত্র: মুসলিম মিরর











