মঙ্গলবার | ৪ নভেম্বর | ২০২৫

রাজধানীতে তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস

ঢাকাসহ দেশের বড় অংশজুড়ে তীব্র তাপপ্রবাহ গত কয়েকদিন ধরেই। আজ শনিবার (১৫ এপ্রিল) ঢাকায় রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

একই দিনে দেশের সবোর্চ্চ তাপমাত্রা আজও চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এমন তাপে রাজধানীসহ সারা দেশের মানুষের হাঁসফাঁস অবস্থা। চরম দুর্ভোগে আছে দিন এসে দিন খাওয়া মানুষ।

আজ শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জানা গেছে, ৯ বছর আগে ২০১৪ সালের ২৪ এপ্রিলে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে। দু-একদিনের মধ্যে দেশের কিছু কিছু স্থানে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট অঞ্চল) স্বল্প পরিসরে ঝড়-বৃষ্টি হতে পারে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img