ভারতের রাজধানী নয়াদিল্লিতে কাশ্মীরের একজন যুবককে ‘বন্দে মাতরম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ বিষয়টি দেখা যায়।
ভিডিওটিতে দেখা যায়, উগ্র হিন্দুত্ববাদীদের একটি দল কাশ্মীরি যুবককে জোর করে এসব স্লোগান দিতে বাধ্য করছে। তবে এসব স্লোগানের অর্থ না বোঝার কারণে তিনি সেগুলো উচ্চারণ করতে অস্বীকৃতি জানান।
ভিডিওটিতে আরো দেখা যায়, ভাষার ভিন্নতার কারণে এসব স্লোগান উচ্চারণ করতে না পারায় তাকে হেনস্থা করছে উগ্র হিন্দুত্ববাদীরা। শুধু তাই নয় কাশ্মীরী যুবককে ‘পাকিস্তানি’ ও ‘পাথরবাজ’ আখ্যা দেওয়া হয়।
মূলত কাশ্মীরি স্বাধীনতাকামী জনগণকে ‘পাথরবাজ’ আখ্যা দিয়ে থাকে ভারতীয় সেনাবাহিনী। কারণ ভারতীয় সেনাবাহিনীর নির্যাতনে সেখানকার মানুষ বিক্ষোভের সময় তাদের উপর পাথর নিক্ষেপ করেছিল।
সূত্র: মুসলিম মিরর











