ঈদের আগের দিন শুরু হওয়া বৃষ্টির ধারাবাহিকতায় রোববারও (২৩ এপ্রিল) রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগ ও জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টির এ ধারাবাহিকতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেটে বিভাগে অস্থায়ী দমকা হাওয়া/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোনো জায়গায় বজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে।
সারা দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের দিকে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।









