দুইদিন তীব্র তাপপ্রবাহের পর অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। গরমের কারণে হাঁসফাঁস করছিলেন সিলেট মহানগরবাসী। এর মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরল সিলেটে।
মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিট থেকে জেলার বিভিন্ন জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে।
এর আগে মঙ্গলবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে সিলেট সহ দেশের সব বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।









