বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

চট্টগ্রাম জিরি মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

ইনসাফ | মাহবুবুল মান্নান

দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার ১১৪তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম মাওলানা মুহাম্মাদ খোবাইব বিন তৈয়্যেব।

বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সকাল দশটা থেকে শুরু হয়ে শুক্রবার (১১ডিসেম্বর) রাত আটটায় দ্বিতীয় দিবসের কার্যক্রম সমাপ্ত হয়েছে।

সভায় বক্তব্য দেন হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস ও শিক্ষাসচিব আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতী আব্দুস সালাম চাটগ্রামী ,বাবুনগর মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, ফেনী ওলামাবাজার মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদীব, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ডক্টর আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা নজির আহমদ, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মুফতী মিজানুর রহমান সাঈদ, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা প্রমুখ।

সভায় বক্তাগন বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। আল্লাহদ্রোহী শক্তিগুলো ইসলামের নাম-নিশানা মুছে দিতে নতুন নতুন ষড়যন্ত্র করছে। ইসলামের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্রের মোকাবিলায় ইসলাম অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img