আগামী সোমবার (১২ জুন) তুর্কি রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস ও আজারবাইজান সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গত মাসের শেষের দিকে পুনরায় নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম সফর হতে যাচ্ছে।
শনিবার (০৯ জুন) আনাদোলু নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে।
এ সফরে প্রেসিডেন্ট এরদোগান তুর্কিয়ে রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের রাষ্ট্রপতি এরসিন তাতার ও প্রধানমন্ত্রী উনাল উস্তনেলের সাথে বৈঠক করবেন।
আশা করা হচ্ছে, এ বৈঠকে পূর্ব ভূমধ্যসাগরের উন্নয়ন ও সাইপ্রাস ইস্যুতে আলোচনা হবে। এছাড়াও বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করবেন উভয়েই।
এ বৈঠকের পরের দিন আজারবাইজান সফরে যাওয়ার কথা রয়েছে এরদোগানের। সেখানে তিনি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করবেন।
এ বৈঠকে তুরস্ক ও আজারবাইজানের মধ্যকার দ্বীপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য; গত মাসের ২৮ মে তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে জয়ী হন এরদোগান। সেখানে তিনি ৫২.১৮ % ভোট পান। অন্যদিকে বিরোধী প্রার্থী কামাল কিলিকদারোগলু পান ৪৭.৮২ % ভোট।
সূত্র: মিডল ইস্ট মনিটর











