বিশ্বের সবচেয়ে সফল ড্রোনগুলোর অন্যতম তুর্কি বায়রাক্তার টিবি-২ কেনার জন্য তুরস্কের সাথে চুক্তি করেছে কুয়েত।
মঙ্গলবার (১৩ জুন) প্রতিরক্ষা খাতে দেশটির চুক্তি সম্পাদন করে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক ও শক্তিশালী করতে তুরস্কের সাথে একটি চুক্তি সম্পাদন করেছে কুয়েত।
চুক্তির বড় একটি অংশ ছিলো আকাশপথে সম্প্রতি অভাবনীয় সাফল্য দেখানো তুর্কি টিবি-২ ড্রোনকে ঘিরে। টিবি-২ ড্রোন সিস্টেম কেনার জন্য ৩৬ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলারের চুক্তি সম্পাদিত হয়েছে তাদের সাথে।
এছাড়া ইলেক্ট্রনিক যুদ্ধ সরঞ্জাম, যুদ্ধবিমানের অস্ত্রশস্ত্র, মোবাইল গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, কুয়েতী পাইলট ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ, ৩ বছরের টেকনিক্যাল সাপোর্ট, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও রসদ সরবরাহ এবং নির্ধারিত মেয়াদে কোনো সরঞ্জাম অকেজো হয়ে গেলে অতিরিক্ত সরঞ্জাম সরবরাহের জন্যও চুক্তি সই হয় তাদের সাথে।
সূত্র: আল জাজিরা











